January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 7:43 pm

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা!

ফেনীর সোনাগাজীতে এক ছেলের বিরুদ্ধে গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আমেনা খাতুনের (৫০) ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগ্নে নূর করিম রাসেলকে (২৮) আসামি করে মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন রাসেলকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাসেল। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে দুইশ’ টাকা দাবি করেন রাসেল। দাবি করা টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজেদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি