সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
আমাদেরকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলে হবেনা, মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও নৈতিকতাকে জাগিয়ে তুলে নৈতিক শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। জাতি গঠনের এ কাজটি শিক্ষকদের মাধ্যমেই সম্ভব।
শুক্রবার সকাল ১১টায় দেওটি ইউনিয়নে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে এম এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের এ ফাউন্ডেশন ফাইভ জিরো প্রকল্প নিয়ে কাজ করছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো সমাজের পাঁচ প্রধান সমস্যা গৃহহীনতা, চিকিৎসার অভাব, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এবং নিরক্ষরতা দূর করা। ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, অধ্যাপক গোলাম মাওলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, সিনিয়র সাংবাদিক গুলজার হানিফ সহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
বেলাল হোছাইন ভূঁইয়া
সোনাইমুড়ী, নোয়াখালী।
আরও পড়ুন
হোসেনপুরে চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা: ভোগান্তিতে রোগীরা
পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২
টাঙ্গাইলে বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার