Saturday, January 22nd, 2022, 1:20 pm

নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিত: শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তারা রাস্তায় এসে অবস্থান করছে। বর্তমানে নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি। তারা দাবি করছেন, আজ তাদের শেষ পরীক্ষাটি নিয়ে নেওয়ার জন্য, এটাতো বিশ্ববিদ্যালয়ের বিষয়। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য।