বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা গ্রহণ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে, তা সুপারিশে নেই। সুপারিশের বাইরে সংযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং নোট অব ডিসেন্টের উল্লেখও নেই। এটি স্পষ্টভাবে অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা।
তিনি আরও বলেন, জুলাই সনদে থাকা ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না হলে অটোমেটিক পাস হয়ে যাবে—এটি হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না। জাতীয় ঐকমত্য কমিশন মূলত নিষ্কৃতি পাওয়ার জন্য এই সুপারিশ দিয়েছে। তবে আশা করি, সরকার আইনানুগ ও সাংবিধানিক ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, তা বলা এখন সম্ভব নয়। তবে আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা রাখছি।
এছাড়া তিনি আরপিও সংশোধনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক দল অন্য দলের সঙ্গে জোটভুক্ত হলে সেই নিবন্ধিত দলকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। তবে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে পূর্বের বিধান বহাল রাখা উচিত। অর্থাৎ, কোনো দল জোটভুক্ত হলেও নিজের দলীয় প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করতে সক্ষম হওয়া উচিত।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নির্বাচনের আগে গণভোটের ‘কোনো সুযোগ নাই’: খসরু
দুই জেলায় এস আলম গ্রুপের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ