November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 3rd, 2024, 9:27 pm

নোয়াখালীতে বালুখেকোদের হামলায় সাংবাদিক আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুখেকোদের হামলায় রমজান আলী রানা (৩১) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার থানায় অভিযোগ জমা দেওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোডে এ ঘটনা ঘটে।

আহত রমজান আলী রানা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল মোবারকের ছেলে এবং তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুছাপুর নদী ভাঙন এলাকায় তথ্য সংগ্রহ করতে যান রমজান আলী রানা। সেখানে বালু উত্তোলনের বিষয়েও খোঁজ নেন তিনি। ফেরার পথে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি রোড এলাকায় পৌঁছালে বাবুল খান (৪৬), আইয়ুব খান (৫০) এবং মো. ফারুক (৪৩) সহ কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়।

লাঠির আঘাতে রমজানের মাথা ফেটে যায় এবং সাথে থাকা আরও পাঁচজন আহত হন।
রমজান আলী রানা বলেন, “তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে বাবুল খানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে আক্রমণ করে, মাথায় আঘাত করে এবং আমার পকেটের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আমার সাথে থাকা ও বাঁচাতে আসা আরও কয়েকজনকেও আহত করা হয়। আমি এই ঘটনার বিচার চাই।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান জানান, হামলার ঘটনায় রমজান আলী রানা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। উপপরিদর্শক (এসআই) মো. মঈনুল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, এই হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো