অনলাইন ডেস্ক :
নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নোলক বাবু। প্রথমবারের মতো তিনি ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু। সুর করেছেন এস আই শহীদ। সংগীতায়োজন করেছেন রাফি। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো সিনেমার টাইটেল গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। এ প্রসঙ্গে নোলক বলেন, ‘এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। আর এই গানটি নিয়ে আমি আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘আহারে জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার সময় আমার পাশে শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্টুডিওতেই তিনি সবার উদ্দেশে বলেন, এই গানটি তার সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ সিনেমা। এ সিনেমা পরিচালনা করছেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিামা, চিত্রনায়ক ফেরদৌস। তাদের সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল