অনলাইন ডেস্ক :
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১লা অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাব্বরপুর গ্রামে হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় সেখান থেকে সন্ত্রাসী জুয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল
শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার গাছের চারা
৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড বড়লেখার সুমি ও আরিফ