সভায় কথা বলছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার, সচিবালয়েছবি: ইউএনবি
অনলাইন ডেস্ক:
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের নির্ধারিত ভাড়া আজ থেকেই তালিকা আকারে প্রকাশ করতে হবে। যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয়, তবে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন জানান, আগামী ১৫ রমজান থেকে রাতে স্পিডবোট চলবে না। এ ছাড়া ঈদের পাঁচ দিন আগে ও পরের পাঁচ দিন বাল্কহেড (বালুবাহী নৌযান) চলাচল বন্ধ থাকবে।
উপদেষ্টা আরও বলেন, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি করবে। নৌবাহিনীও সহযোগিতা করবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রয়োজনে লঞ্চে তল্লাশি করে সময় নষ্ট করবে না।
ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার বেশি গতিতে লঞ্চ চালানো যাবে না বলেও মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত পুরো এলাকায় এমন বিশৃঙ্খলা থাকে যে তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে। তিনি আরও জানান, এসব সিদ্ধান্ত আগামী ১৫ রমজান থেকে কার্যকর হবে। একই দিন থেকে রাতে স্পিডবোট চলবে না। এ ছাড়া ঈদের পাঁচ দিন আগে ও পরের পাঁচ দিন বাল্কহেড (বালুবাহী নৌযান) চলাচল বন্ধ থাকবে। ফেরিতে কোনো বাস যাত্রীসহ উঠতে পারবে না। বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে উঠাতে হবে এবং ফেরি থেকে বাস নামার পর যাত্রীরা আবার বাসে উঠতে পারবেন।
আরও পড়ুন
বাউফলের বগা সেতু বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও