January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:17 pm

ন্যাটোতে এলে সব সহযোগিতা পাবে সুইডেন-ফিনল্যান্ড: বরিস

অনলাইন ডেস্ক :

সুইডেন-ফিনল্যান্ডে হামলা হলে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি দেশ দুটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গত বুধবার নর্ডিক দেশদুটির সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিও করেছেন জনসন। এদিন একদিনের সফরে সুইডেনে গিয়েই দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চুক্তি অনুযায়ী, দুই দেশ সামরিকসহ সবদিক দিয়ে একে অপরকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তির ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি যুক্তরাজ্য ও সুইডেনের আরও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়া, সামরিক অনুশীলনকে শক্তিশালী করা এবং প্রযুক্তির আরও যৌথ বিকাশের সুযোগ দেবে। একই দিন ফিনল্যান্ডে যান বরিস। সেখানেও নতুন নিরাপত্তা চুক্তি করেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে বরিস জানান, সুইডেন ও ফিনল্যান্ডকে সহায়তা করতে যুক্তরাজ্য অবিচল থাকবে। দেশ দুটিতে কোনো হামলা হলে যুক্তরাজ্য তাদের সামরিক সহায়তা দেবে বলেও জানান বরিস। এমনকি তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে চাইলে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছে সুইডেন। এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে ফিনল্যান্ড বা সুইডেনের কোনোটিই ন্যাটোতে যোগ দিতে চায়নি। কিন্তু ইউক্রেনে রুশ অভিযানের পর থেকেই নিজেদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে জোটটিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে চাইলে স্বাগত জানানোর কথা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। যদিও এ দুই দেশ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।