অনলাইন ডেস্ক :
ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। পাশাপাশি সারা বিশ্বের তারকাদেরই গান-সিনেমা প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। এবার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা ন্যানসির গান। চমকপ্রদ তথ্য হলে টি সিরিজ ন্যানসির যে গানটি প্রকাশ করবে সেটি হবে হিন্দি ভাষায়। এর আগে বিভিন্ন জনপ্রিয় এবং পছন্দের কিছু হিন্দি গান কভার করলেও এবারই প্রথম মৌলিক হিন্দি গান কণ্ঠে তুলে নিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘ম্যায় হু তেরা’। এতে ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নবীন গায়ক প্রেম ইসলাম। সুর ও সংগীতায়োজনে কলকাতার আয়ুশ দাস। ন্যানসি বলেন, ‘যখন গান শিখি তখন থেকেই হিন্দি এবং উর্দু গাওয়ার চর্চা করেছি। মাস ছয়েক আগে শ্রেয়া ঘোষালের ‘রিমঝিম সাওয়ান’ কভার করেছিলাম। এবার প্রথমবারের মতো আমার কণ্ঠে শ্রোতারা মৌলিক হিন্দি গান শুনতে পাবেন। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। মেলোডি ঘরানার গানটি সবার ভালো লাগবে আশা করি।’ প্রেম বলেন, ‘আমি মনে করি সব গানের ভাষা এক। শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার চিন্তা থেকেই হিন্দি গানটি করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।’ উল্লেখ্য, টি-সিরিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। যে চ্যানেলটির সাবস্ক্রাইবার ১৮৮ মিলিয়ন। প্রকাশের পর পরই গানটি দ্রুত শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বলে প্রত্যাশা ন্যানসি ভক্তদের।
আরও পড়ুন
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি