নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে এবং নিজের আট মাসের শিশু সন্তানকে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম মামুন শেখ (৩৩)।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় ঘটনা উল্লেখ করে শিশুটির মা লোহাগড়া থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে স্বামী মামুন শেখ তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতো।
এছাড়া, এক বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করে মামুন।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে যৌতুকের টাকার জন্য মামুন আবার নির্যাতন করতে থাকে তার প্রথম স্ত্রীকে। কুলসুম বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার কারলে বাড়ির পাশে নিজের আট মাসের শিশু সন্তানকে পায়ে রশি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করে। শিশুকে নির্যাতনের ওই ছবি ফেসবুকে ভাইরাল হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত নারী বাদি হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। এছাড়া অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, আমরা তাকে আটক করেছি। মামলা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২