রাজধানীর নয়াপল্টন এলাকায় মঙ্গলবার বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কিছু নেতা-কর্মী তাদের কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশ’ শেষে কাকরাইলের দিকে একটি মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ মিছিলে বাধা দিতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে দেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকে।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, পুলিশ তাদের নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেয় এবং অনেককে গ্রেপ্তার করে।
—ইউএনবি
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’