January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 7:39 pm

নয়া মিশনে এলিনা শাম্মী

অনলাইন ডেস্ক :

বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন এ সময়ের অভিনেত্রী এলিনা শাম্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন তিনি। এবার ‘এমআর-নাইন’ সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। দুই দিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেনÑ‘চরিত্র সম্পর্কে এখনই বলা বারণ। তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে গত বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে, চলবে ২৯ জুন পর্যন্ত। সিনেমার পরিচালক আসিফ আকবর। তার পরিচালনায় আমেরিকার লাস ভেগাসে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), হলিউড অভিনেতা নিকো ফস্টার (আর্মি অব ওয়ান), বলিউড অভিনেতা ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু), আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল (দ্য কুইন অব ভার্সাই)। এ ছাড়াও আনিসুর রহমান মিলন এবং শহিদুল আলম সাচ্চু যুক্ত হয়েছেন ‘এমআর-নাইন’ সিনেমায়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেনÑবাংলাদেশি অভিনেতা এ বি এম সুমন। ‘এমআর-নাইন’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন আসিফ আকবর, আবদুল আজিজ এবং নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।