January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 7:49 pm

নয় ছয়ের পর চমককে পেলো রোমিও

অনলাইন ডেস্ক :

অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং চিত্রনায়িকা চমকতারা একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ এস এম দুলালের পরিচালনায় ‘নয় ছয়’ ধারাবাহিক নাটকে দেখা যায় তাদের। দীর্ঘ চার বছর পর আবারো রোমিও পেলো চমকতারাকে। চমকতারা তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চমকতারা’-এর জন্য একটি জনসচেতনতামূলক ওভিসি নির্মাণ করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন রোমিও। এটি পরিচালনাও করবেন চমকতারা। দীর্ঘ চার বছর পর কাজ করার বিষয়ে রোমিও বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও বেশ কিছু নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্মে এখন থেকে নিয়মিত একসঙ্গে দেখতে পাবেন দর্শক।’