November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 16th, 2024, 4:31 pm

পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রত্যেককে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, আহতদের মধ্যে যাঁদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাঁদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ।

এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোট পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

বিএনপি নেতা সালাহ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে গুরুতর, যাঁরা এখানে চিকিৎসাধীন, তাঁরা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাঁদের যে সহযোগিতা দরকার, সেটা আমরা বুঝি। তাঁরা অনেকে বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা, সেটা তাঁরা পাননি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যাঁরা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাঁরা যেন দ্রুত এটা পৌঁছে দেন।’