পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত থেকে ৩ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাগুড়া ইউনিয়নের রমজান পাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের সামনে থেকে স্বর্ণের বার জব্দ করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৮ এর একটি দল ভোরে ওই এলাকায় অভিযান চালায়।
বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকার ৪১০ নম্বর মেইন পিলারের কাছে এক ব্যক্তিকে তাড়া করে বিজিবি।
বিপদ টের পেয়ে ওই ব্যক্তি স্বর্ণের বার ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে বিজিবির ওই দল ২০টি স্বর্ণের বার জব্দ করে।
—-ইউএনবি
আরও পড়ুন
ফরহাদপত্নী মোনালিসাকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা