পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৩ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ১৩ জন নারী ৯ জন পুরুষ এবং একজন শিশু।
বুধবার (১৩ আগস্ট) ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। সকালে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিওপির টহল দল তাদের আটক করে থানা পুলিশে হস্তান্তর করে।
পুলিশ তাদের নাম ঠিকানা যাচই বাছাই করছে। সঠিক পরিচয় নিরূপণ করে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি যশোরে।
সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে হাড়িভাষা ইউনিয়নে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ঘাগড়া বিওপির বিওপির সীমান্ত পিলার ৭৫৭/০২এস থেকে এর ৬০০ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িভাসা এলাকায় বিএসএফ তাদের ঠেলে দেয়। পরে বিজিবি আটকদের সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ বলছে, থানায় তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, তাদের থানায় রাখা হয়েছে। পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। ঠিকানা বা অভিভাবকদের পেলে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর