January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 9:27 pm

পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় স্কুল শিক্ষিকা নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দেয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যশোদা রানী (৩৫) জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী এবং বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোদা রানী মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী পাকা সড়কে ছিটকে পড়েন, সঙ্গে সঙ্গে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক্টরের চাপায় শিক্ষিকার মৃত্যুর পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

—-ইউএনবি