October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 7th, 2025, 9:33 pm

পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ, যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত

ফাইল ফটো

 

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে দেশটির চলমান সরকারি অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে। খবর বিবিসি।

বিল পাসের জন্য সিনেটে ৬০ ভোট প্রয়োজন ছিল, কিন্তু সর্বশেষ ভোটাভুটিতেও সেই সংখ্যায় পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, বাজেট বিল আবারও ব্যর্থ হলে সরকারি খাতে আরও গণছাঁটাই ঘটতে পারে।

শাটডাউন শুরুর পর পাঁচ দিন পেরিয়ে গেছে। ইতোমধ্যে কয়েক হাজার সরকারি কর্মচারী বাধ্যতামূলকভাবে অবৈতনিক ছুটি নিয়েছেন, কেউ কেউ আবার বেতন ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন।

ট্রাম্প নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের মধ্যে মতপার্থক্যের কারণেই বাজেট বিল আটকে আছে। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতি রক্ষায় অতিরিক্ত বরাদ্দ দাবি করছে, তবে রিপাবলিকানরা সেটির বিরোধিতা করছে।

যদিও ট্রাম্প আপসের ইঙ্গিত দিয়েছেন। দুই দিন আগে সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যেকোনো বিষয় নিয়ে কাজ করতে প্রস্তুত, কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে।”

নতুন বাজেট খসড়ায় ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির বেশ কিছু প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, এই বিল পাস হলে স্বল্প আয়ের আমেরিকানদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা দাবি করছে, স্বাস্থ্যখাত থেকে কাটা বরাদ্দ পুনর্বহাল করতে হবে এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যবিমা ভর্তুকি যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।

এনএনবাংলা/