May 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 3rd, 2025, 12:41 am

পতাকা বৈঠক করে নিজ নাগরিকদের ফেরত নিলো বাংলাদেশ-ভারত

 

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়ে নিজেদের দুই নাগরিককে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশি দুই নাগরিককে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করেন গ্রামবাসীরা।

প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ভারতীয় নাগরিকদের ফেতর দেওয়া এবং বাংলাদেশি নাগরিকদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৯ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে।

গত ২৪ জানুয়ারি বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনেন এলাকাবাসী।