জয়পুরহাট সদরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার পুরানাপৈল-হিচমি বাইপাস সড়কের বামনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জয়পুরহাট পৌর এলাকার পাচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল (১৭) ও আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে শান্ত (১৮)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, শনিবার রাতে জয়পুরহাটের পুরানাপৈল-হিচমি বাইপাস সড়কে শিমুল ও শান্ত নামে দুই কিশোর দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় এক পথচারিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিশোর শিমুল, শান্ত ও পথচারী গুরুতর আহত হন।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত কিশোর-শান্ত মারা যায়।
—ইউএনবি
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ