January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 9:28 pm

পথ শিশুদের পাশে ভিনিসিয়ুস, পেলেন স্বীকৃতি

অনলাইন ডেস্ক :

অনন্যা এক কাজের জন্য পুরস্কার জিতেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রে। ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউন্ডেশন। এজন্য রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেয়েছেন সক্রেতিস অ্যাওয়ার্ড। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুসের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্যই ভিনির এই সংগঠনকে পুরস্কৃত করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। ভবিষ্যতে আরও অনেকেই পথ শিশুদের নিয়ে কাজ করতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। লড়াইয়ে এগিয়ে ছিলেন দুজন, যেখানে শেষ পর্যন্ত আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরার পুরস্কারটি অষ্টমবারের মতো নিজের করে নেন ফুটবলের এই মহাতারকা।