অনলাইন ডেস্ক :
ইউক্রেনে হামলার পর ক্রীড়া বিশ্বে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া। ফুটবল থেকে শুরু করে অ্যাথলেটিকস- সব জায়গাতেই রাশিয়ার নাম, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রায় একঘরে হয়ে পড়েছে রাশিয়া। যদিও কিছুকিছু ক্রীড়াসংস্থা রাশিয়ান ক্রীড়াবিদদের খেলার সুযোগ করে দিয়েছে শর্তের বিনিময়ে। আর তা হলো রাশিয়ার জাতীয় পরিচয়, জাতীয় সঙ্গীত নিয়ে তারা অংশ নিতে পারবে না। এতকিছুর পরও রাশিয়াকে সমর্থন দিচ্ছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ান জিমন্যাস্ট ইভান কুলিয়াকও। পদক জয়ের মঞ্চে ইউক্রেনীয় খেলোয়াড় ইলিয়া কোভতুনের পাশে দাঁড়িয়ে যুদ্ধের সমর্থন করলেন তিনি। তিনি নিজের বুকে ‘ত’ লিখা টি-শার্ট পড়ে দাঁড়ান। এই প্রতীকটি ইউক্রেনে রাশিয়ান আক্রমণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। কাতারে অনুষ্ঠিত প্রতিযোগিতায়, কোভতুন প্রতিযোগিতায় সোনা জিতেছিল ইউক্রেনের প্রতিযোগী। কুলিয়াক ব্রোঞ্জ জিতেছিলেন। কুলিয়াকের এমন আচরণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন। ইতোমধ্যেই আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন কুলিয়াককে নিষিদ্ধ করেছে। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন জিমন্যাস্টিকস এথিক্স ফাউন্ডেশনকে পুরুষ জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলবে। যিনি কাতারের দোহায় সরঞ্জাম বিশ্বকাপে আশ্চর্যজনক আচরণ করেছিলেন।’ কুলিয়াক প্রথম রাশিয়ান জিমন্যাস্ট নন যিনি প্রকাশ্যে ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থন করলেন। গত সপ্তাহে স্বেতলানা খোরকিনা অনলাইনে ‘ত’ সাইন শেয়ার করেছেন। খোরকিনা ক্যাপশনে লিখেছেন, ‘যারা রাশিয়ান হতে লজ্জিত নয় তাদের জন্য একটি প্রচারণা।’ খোরকিনা ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত সাতটি অলিম্পিক পদক জিতেছেন।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল