অনলাইন ডেস্ক :
বিগত ৫-৬ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বসেরা দলে পরিণত হয়েছে ইংল্যান্ড। তবে টেস্ট ক্রিকেটে যেন অপরিচিত তারা। দীর্ঘদিন ধরেই অভিজাত ফরম্যাটটিতে আগের সেই দাপুটে ইংলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজয়। সিডনি টেস্ট ড্র না হলে হোয়াইটওয়াশ হতে হতো। অ্যাশেজের এমন পারফরম্যান্সের কারণ উদঘাটনে নেমেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু তার আগেই বোর্ডের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন অ্যাশলে জাইলস। ইসিবির এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান জাইলস। এরপর তার অধীনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়, ২৪ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালেও উঠেছে তারা। এজন্য জাইলসকে ধন্যবাদ জানিয়েছে ইসিবি।
আরও পড়ুন
বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ
খুলনা হারলেই কেটে যাবে সমীকরণের সব জটিলতা
রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে চিটাগং