December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 6:00 pm

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। কারণ, তাঁরা উভয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে এমন খবরের পর থেকেই দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়।

বেলা সাড়ে ৩টায় আসিফ মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সেখানে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তাঁর অধীনে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নের কাজের বিস্তারিত তুলে ধরেন। শেষপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সে বিষয়ে তিনি বলেন, বিষয়টি পরে ঘোষণা করবেন।

এনএনবাংলা/