উপদেষ্টা পরিষদের সদ্য অব্যাহতি পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
এর আগে দুদকের সামনে ‘ছাত্র-জনতা’র ব্যানারে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গত ১৭ মাসের সম্পদের হিসাব প্রকাশেরও দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে যদি তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে দুর্নীতি দমন কমিশনকে ঘেরাও করা হবে।’
তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস–এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ সংগ্রহ করেছেন। উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ গড়েছেন বলেও দাবি করেন তিনি। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুদকের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় থাকুক, তার ছায়াতলে থেকেই কাজ করে—ফলে দুর্নীতি প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা