অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এজন্য তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।
আসাদুজ্জামান বলেন, আমি ভোটে অংশ নেব। ইতোমধ্যে মনোনয়ন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে নির্বাচন করার সময় হলে পদ ছেড়ে দেব।
সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।
তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে গিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।
আসাদুজ্জামান আরও বলেন, রায় ঘোষণার পর সেই রায়ে পরিবর্তন আনা হয়, যা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ হিসেবে গণ্য। কোনো বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ঘোষণা করা হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, আপিল বিভাগ যে রায় দেবেন, তা দেশের গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড
ইসিতে আপিল তাসনিম জারার, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা