পদ্মা সেতুতে ঢাকাগামী গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দুজন নিহত এবং তিন জন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে সেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)।
আহতরা হলেন- মুক্তা আক্তার (২৫), ফাতেমা খন্দকার (দেড় বছর) ও ওমর ফারুক (৪৭)।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলগীর হোসাইন জানান, শরীয়তপুর শহরের জননী অক্সিজেনের খালি গ্যাস সিলিন্ডার গ্যাস আনার জন্য মাঝারি ধরনের ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনের সম্বন্ধি রাজু খন্দকারের ঢাকায় কাজ থাকায় তিনি সপরিবারে উক্ত ট্রাকে যাচ্ছিলেন। ট্রাকটি পদ্মাসেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি এসে হঠাৎ উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাঁচ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজু খন্দকার ও কর্মচারী মো. কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকিদের ঢাকা মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি জানান, এই ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২