অনলাইন ডেস্ক :
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কায় শতাধিক যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের মাঝখান দিয়ে যাচ্ছিল ফেরিটি। এসময় হঠাৎ ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ফেরির ক্যান্টিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় ফেরিতে থাকা শতাধিক যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। পরে শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন চালক।
আরও পড়ুন
যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে : রাষ্ট্রপতি
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা