অনলাইন ডেস্ক :
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কায় শতাধিক যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের মাঝখান দিয়ে যাচ্ছিল ফেরিটি। এসময় হঠাৎ ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ফেরির ক্যান্টিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় ফেরিতে থাকা শতাধিক যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। পরে শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন চালক।
আরও পড়ুন
‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত: প্রেস সচিব
সিভিল সার্জনরা চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভব-প্রধান উপদেষ্টা