January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 5th, 2022, 7:56 pm

পপিকে নিয়ে বিপাকে সিনেমার পরিচালক

অনলাইন ডেস্ক :

গত বছরের শুরু থেকে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে-বিয়ে ও সন্তানের মা হয়েছেন পপি। যদিও এ বিষয়ে পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্তরালে যাওয়ার পর মাঝে একবার এক ভিডিও বার্তায় শিল্পী সমিতির ভোট চেয়েছিলেন। এরপর আর কোথাও দেখা যায়নি এই নায়িকাকে। এখন পর্যন্ত মিলছে না তার হদিস। এদিকে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর পপি অভিনীতে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু’তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর সিনেমা করবে কিনা সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কিনা জানা দরকার।’ তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনার মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের বড় বাজেটের সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার। এই সময়ের দর্শক গল্পটি পছন্দ করবেন। গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বেশ কিছু বার্তা।’ মুক্তির তারিখ পরিবর্তন হবে উল্লেখ করে পরিচালক আরও জানান, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। পপির বিপরীতে রয়েছেন আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। তিন বছর পর পর্দায় ফিরছেন পপি।