January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 3:22 pm

পপুলার নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন সিফাত আরা তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১-এর ১৯তম আয়োজন গত ৪ ডিসেম্বর নিউইয়র্কের আমাজুরা হলে অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল উৎসব গ্রুপ। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন উৎসব গ্রুপের সিইও রায়হান জামান। অনুষ্ঠানে বাপ্পী চৌধুরীর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান সুপারস্টার শাকিব খান। এই অনুষ্ঠানে সিফাত আরা তাবাসসুম পপুলার নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।

সিফাত আরা তাবাসসুম ২০১৩ সালে জিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে তার অবদানের জন্যএবং দুর্দান্ত উপস্থাপনার জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রিহ্যাব বেস্ট নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্যাবল টিভি অ্যাওয়ার্ড এবং প্রেজেন্টার্স সোসাইটি অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।