জয়পুরহাট প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপনের লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ মতিন প্রমুখ।
সভায় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল