April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 4:05 pm

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা  

জয়পুরহাট প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপনের লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ মতিন প্রমুখ।
সভায় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।