Thursday, January 1st, 2026, 4:31 pm

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি

 

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার গভীর রাতে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। শপথ গ্রহণকালে তিনি এক হাত উঁচু করে অন্য হাত পবিত্র কোরআনের ওপর রাখেন।

বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানেও পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নেওয়ার কথা রয়েছে। নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি বুধবার রাতে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথবাক্য পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় তাঁর স্ত্রী রামা দুয়াজি উপস্থিত ছিলেন। শপথ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে গর্বের ও সৌভাগ্যের মুহূর্ত।

নিউইয়র্ক সিটির মেয়রের মেয়াদ চার বছর। মামদানির দপ্তর জানিয়েছে, সিটি হলের নিচে অবস্থিত একটি সাধারণ স্থানকে শপথের জন্য বেছে নেওয়া হয়েছে, যা কর্মজীবী মানুষের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতীক। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগেও তুলনামূলকভাবে অচেনা থাকা মামদানি তাঁর উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়নে কতটা সফল হবেন, তা এখনো অনিশ্চিত। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ভাড়া স্থগিত রাখা, সার্বজনীন শিশু যত্ন ব্যবস্থা চালু এবং বিনামূল্যে গণপরিবহন চালুর উদ্যোগ। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জন কেইনের মতে, নির্বাচন শেষ হওয়ার পর প্রতীকী রাজনীতির গুরুত্ব কমে যায় এবং ভোটারদের কাছে বাস্তব সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মামদানির প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মামদানির বিরোধিতা করলেও পরে তাঁদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়। তবে ভবিষ্যতে দুজনের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের প্রেক্ষাপটে। প্রচারণাকালে মামদানি অভিবাসীদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় একটি বড় পরিসরের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন মামদানি। এতে বক্তব্য দেবেন বামপন্থী রাজনীতির প্রভাবশালী দুই নেতা—সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ।

সিটি হলের বাইরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় চার হাজার অতিথি উপস্থিত থাকবেন। সেখানে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়র পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেবেন। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শপথ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত দুটি কোরআনের একটি মামদানির পারিবারিক সংগ্রহ থেকে নেওয়া হয়েছে এবং অন্যটি ছিল লেখক আরতুরো শোমবার্গের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন।

এনএনবাংলা/পিএইচ