দেশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা ১৮ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।
চাঁদ দেখা না যাওয়ায় ৫ মার্চ থেকে পবিত্র শাবান মাস শুরু হবে এবং ১৮ মার্চ শব-ই-বরাত পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং ইনস্টিটিউট থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য,আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের অন্যতম পবিত্র দিন শব-ই-বরাত পালিত হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন