অনলাইন ডেস্ক :
সিনেমায় অভিনয় শেষ করার পরেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছে ঢাকাই সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘কোনো প্রযোজনা সংস্থার কারো ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী সালওয়া বলেন, ‘চুক্তি সইয়ের সময় অর্ধেক পারিশ্রমিক দিয়েছিল। বাকিটা সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা। কিন্তু সেটা পরিশোধ না করে আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছেন রনি ভাই৷ এই সিনেমার সব কিছুই রনি ভাই দেখভাল করছিলেন। তিনি আজ দেবেন কাল দেবেন এমন করে একাধিক তারিখ দিয়ে হয়রানি করেছেন, কিন্তু পারিশ্রমিক দেননি। ’উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর পরে কয়েকটি সিনেমায় কাজ করছেন নায়িকা সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’। চলতি বছর পবিত্র হজ পালন করেছেন নবাগত এই নায়িকা। হজে যাওয়ার পর গুঞ্জন উঠে অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন তিনি।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই