January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 8:19 pm

পরিবহন ধর্মঘটে সেভ সিলেটের প্রশংসনীয় উদ্যোগ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট বিভাগে হঠাৎ পরিবহন ধর্মঘট ডাকার কারণে চলমান এসএসসিসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েছেন চরম বিপাকে। তাই তাদের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে পাশে রয়েছে সিলেট রাইডার্স ক্লাব ও সেভ সিলেট নামের দুইটি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
তারা তাদের বাইকারদের মাধ্যমে সোমবার (২২ নভেম্বর) সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে পরীক্ষার্থীদের ফ্রি মোটর বাইক সার্ভিস সেবার মাধ্যমে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।
সকালে সরেজমিনে দেখা গেছে নগরীর শেখঘাট পয়েন্টে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে থেকে পরীক্ষার্থীদের ডেকে নিয়ে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে।
সেভ সিলেটের প্রতিষ্ঠাতা ও সিইও আয়ান মুমিনুল হক জানান, পরিবহন শ্রমিকদের ডাক অনির্দিষ্টকালের ধর্মঘটে সাধারণ মানুষের চেয়ে পরীক্ষার্থীদের দুর্ভোগ বেশি পোহাতে হবে। এ বিষয়টি বিবেচনা করে সেভ সিলেটের অন্যতম প্রজেক্ট রাইডার্স ক্লাবের মাধ্যমে সিলেটের পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে সময়মত পৌছানোর উদ্যোগ গ্রহণ করা হয়। রাইড শেয়ারিং গ্রুপের কোথায় যাবেন এপস্ এর মাধ্যমে নগরীর ১৫টি পয়েন্ট থেকে ৩৭৪টি বাইক এর মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দেয়া হয়।
এ ব্যাপারে সিলেট রাইডার্স ক্লাবের সভাপতি গোলাম রহমান শিপু জানান, এসএসসি পরীক্ষা জানার পরও পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে কর্মবিরতির নামে ধর্মঘট আহ্বান করেছে। এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছে দেয়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। এমন পরিস্থিতিতে সিলেট রাইডার্স ক্লাব পরীক্ষার্থীদের পাশে রয়েছি। আমরা সকাল থেকে সিলেটের বিভিন্ন পয়েন্টে বাইকারদের মধ্যে পরীক্ষার্থীদের তাদের স্ব স্ব কেন্দ্রে বিনামূল্যে পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, শ্রমিকদের ৫ দফা দাবিতে সোমবার (২২ নভেম্বর) সকাল ৬ টা থেকে সিলেট বিভাগে কর্মবিরতিতে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।