December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 16th, 2025, 4:41 pm

পরিবারের নিরাপত্তার কারণে নারায়ণগঞ্জ-৫ থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

 

পরিবার ও নিরাপত্তাজনিত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাসুদ এই আকস্মিক সিদ্ধান্তের ঘোষণা দেন। তার এই ঘোষণায় উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও যোগ করেন, “এই আসনে যিনি নির্বাচনে অংশ নেবেন, তার প্রতি আমার সমর্থন থাকবে।”

প্রার্থী জানান, তার এই সিদ্ধান্তে ব্যক্তিগত বিষয়গুলো প্রভাব ফেলেছে। তিনি বলেন, “আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবারের সঙ্গে এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।”

তবে মাসুদ স্পষ্ট করে উল্লেখ করেন, সরকারী নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কোনো কারণ নেই তার সিদ্ধান্তের পেছনে। তিনি বলেন, “এটা এমন নয় যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারছে না বা দল অন্য কাউকে মনোনয়ন দিচ্ছে। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

এনএনবাংলা/