অনলাইন ডেস্ক :
ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এরপর কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। ফ্রি কিক থেকে মেসি গোলটি করেছেন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বুধবারের আগে পিএসজির কোনো অনুশীলন নেই। সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন মেসি। লিলের বিপক্ষে ম্যাচ শেষেই সপরিবারের পাড়ি জমালেন বার্সেলোনায় নিজের বাড়িতে। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম স্পেনে পা রাখলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। ছুটি কাটাতেই বার্সেলোনায় গেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা। পিএসজির সঙ্গে এখনো নতুন চুক্তি না করলেও মেসি বার্সায় খেলবেন না, এমনটি কয়েক দিন আগে জানিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। তিনি বলেছিলেন, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় ন। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে।’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি