ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণের শুরুতে উদয়ন স্কুলে এসে ভোট দেন তিনি।
এ সময় তানভীর বলেন, ‘পরিবেশ ভালো আছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কেমন কাস্টিং হতে পারে ধারণা করা এখনই কঠিন। তবে আমার মনে হয় ভালো কাস্টিং হবে।’
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।
এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু
ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের