দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে পড়ছেন। তৃতীয় সেমিস্টারের পরীক্ষাকে সামনে রেখে কারাগার থেকে পড়াশোনা চালিয়ে যেতে বই চেয়ে তিনি আদালতে আবেদন করেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এই আবেদন উপস্থাপন করেন। তিনি আদালতকে জানান, তুহিনের পরীক্ষা নিকটবর্তী; তাই কারাগারে বই সরবরাহ করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে কারাগারে বই পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী শাহীন বলেন, তুহিন একজন আইন বিভাগের শিক্ষার্থী। এর আগেও তার জন্য বই সরবরাহের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু অনুমোদন মেলেনি। এবার আদালত অনুমতি দিয়েছেন।
গত ২৩ জুন ঢাকার নবাবগঞ্জের নিজ বাসা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার আইনজীবীর মতে, এখন পর্যন্ত হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনসহ পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরবর্তীতে একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় এবং পরবর্তী সময়ে সংরক্ষিত আসনেও সুযোগ না মেলায় অভিমানের বশে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন যুব মহিলা লীগের এই নেত্রী।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল
গাজীপুরে কারখানার পানি পানে ৩০০ শ্রমিক অসুস্থ, জরুরি ছুটি ঘোষণা
এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫