ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। কিছুদিন আগেই গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের খবর শিরোনাম হয়েছিল। আদালতে মামলার জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। যদিও পরে শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে গেছে।
কিন্তু গত ১০ আগস্ট ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে আবারও দেখা মিলল সাদীর। ঢাকার পাঁচতারকা হোটেলের সেই আয়োজনে সাদীকে দেখে অনেকে রীতিমতো চমকে যান। ফলে কানাঘুষা শুরু হয়-তাহলে কি আবার জোড়া লেগেছে সম্পর্ক? তবে এই প্রশ্নের উত্তর পরীমনি বা সাদী—কেউই মুখ খোলেননি।

অগাস্টের শেষ প্রান্তে এসে নতুন করে রহস্য উসকে দিলেন পরীমণি নিজেই। ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’
এর পর থেকেই ভক্তদের প্রশ্ন-‘সে’ আসলে কে?
কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক কে?’ কেউবা মজা করে বলেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’
প্রেম আর আলোচনার সঙ্গে পরীমনির সম্পর্ক বরাবরই অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁর ভালোবাসার গল্প ফেসবুকের পোস্টে যেমন খোলামেলাভাবে ধরা পড়ে, তেমনি ব্যক্তিজীবন নিয়েও রাখঢাক করতে নারাজ তিনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
ভুটানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল