অনলাইন ডেস্ক :
চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা এবং সাবেক আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাঙ্ক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে জানা গেছে, পুলিশ বিভাগের অনুরোধের জবাবে বিএফআইইউ থেকে একটি চিঠি সারা দেশের ব্যাংক শাখাগুলোতে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বলেন, ‘চিঠি পাওয়ার পর তিন দিনের মধ্যে আট ব্যক্তির অ্যাকাউন্টের বিবরণ বিআইএফইউতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।’
পরীমণির নাম শামসুন নাহার স্মৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার আসল নাম। ঠিকানা মঠবাড়িয়া, পিরোজপুর।অন্য সাতজন হলেন, হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহবুব পিয়াশা এবং মরিয়ম আক্তার মৌ, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম, রোজিনা আক্তার, সালেহ চৌধুরী এবং মিশু হাসান।
তাদের মধ্যে পরীমণি, হেলেনা জাহাঙ্গীর, নজরুল ইসলাম এবং মিশু হাসানকে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনী মাদক রাখা এবং মানুষকে ব্ল্যাকমেইল করাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
ওভালে শুরু হয়েছে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক
জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা