January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 7th, 2021, 6:44 pm

পরীমনিকে সমর্থন দিলেন নচিকেতা

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে থেকেছেন আলোচনার শীর্ষে। প্রথম সিনেমা মুক্তির আগে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মাদককান্ডে জড়িয়ে জেলে গিয়েছেন। জামিনে মুক্ত হয়ে ফিরেছেন ১ সেপ্টেম্বর। তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত দু’ মাস ধরে জীবনে বিরাট ঝড় বয়ে গেছে তার। দমে যাননি পরীমনি। সহ্য করেছেন সব বিতর্ক, তাকে ঘিরে নানা মহলের সমালোচনা সয়েছেন নিরবে। সেই পরীমনি ফেসবুকে শেয়ার করলেন বাংলা গানের বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি গান। পরীমনি সোমবার তার ফেসবুকে শেয়ার করলেন ২০১৭ সালে নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি। ক্যাপশনে লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো।’ পরীমনির গান শেয়ার দেয়ার বিষয়টি আনন্দ বাজার জানায় নচিকেতাকে। জানতে চায় তার অনুভূতি। চির বিপ্লবী, প্রতিবাদী মানুষ নচিকেতা পরীমনিকে দিলেন সমর্থন। তিনি বলেন, ‘আমার পরীমনিকে ভাল লাগে। ভীষণ সাহসী একটা মেয়ে। স্পষ্ট কথা বলতে ভালবাসে। পরীমনি যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়।’ নচিকেতা আরও বলেন, ‘পরীমনি আমার গান পছন্দ করেন। আমি তাকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত করেছি, এটা জেনে আমার ভালই লেগেছে।’