October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 8:45 pm

পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড: ‘এটা বাংলাদেশ নয়’, তীব্র সমালোচনার মুখে ডানপন্থি নেতা ভেনতুরা

 

পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগা- এর নেতা আন্দ্রে ভেনতুরা সম্প্রতি প্রকাশিত এক বিতর্কিত বিলবোর্ড নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

লিসবনের নিকটবর্তী মন্তিজো এলাকায় একটি বাসস্টপে স্থাপিত বিলবোর্ডটিতে তার ছবি সঙ্গে লেখা ছিল—‘Isto Não é O Bangladesh’, বাংলায় অর্থাৎ, ‘এটা বাংলাদেশ নয়’।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিলবোর্ডটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভেনতুরা নিজেও গত ২৬ অক্টোবর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিলবোর্ডের ছবি পোস্ট করেছেন। পোস্টের পর্তুগিজ ভাষার ক্যাপশনটি অনুবাদ করলে লেখা হয়, “তারা ইতোমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। আগামী ১৮ জানুয়ারি দেশ কাঁপাতে প্রস্তুত। ভয় নেই!”

ভেনতুরা আগামী বছরের জানুয়ারিতে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন। তার রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসনবিরোধী মনোভাব।

বিলবোর্ডে সরাসরি বাংলাদেশের উল্লেখের কারণে বিষয়টি আরও বিতর্কিত হয়েছে। পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এটি ‘বৈষম্যমূলক ও অপমানজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ভেনতুরার এ ধরনের প্রচারণা দেশটিতে বাড়তে থাকা অভিবাসনবিরোধী মনোভাবকে আরও উসকে দিতে পারে।

পর্তুগালের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী পোস্টটিকে ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপ্রসূত’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে বিলবোর্ডটি সরানোর দাবি তুলেছেন।

এনএনবাংলা/