December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 18th, 2022, 7:25 pm

পর্তুগাল বিশ্বকাপ জিতলেই অবসর নিতে চান রোনালদো

অনলাইন ডেস্ক :

বয়স পেরিয়ে গেছে ৩৭। মাঠের পারফরম্যান্সেও পড়েছে তার ছাপ। সম্ভাব্য এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। কাতারে যদি পর্তুগাল বিশ্বকাপ জিতে নেয় তবে এর পরই অবসর নেবেন রোনালদো―এমনটা জানিয়েছেন নিজেই। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সালে পর্তুগাল সেমিফাইনালে খেললেও এর পরের তিন আসরে শেষ ১৬ পেরোতে পারেনি পর্তুগিজরা। কাতারে বিশ্বকাপ জেতার বড় সুযোগ দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো, ‘আমি খুবই আশাবাদী। আমাদের দারুণ একজন কোচ আছে। আমাদের খেলোয়াড়দের এই প্রজন্মটা দুর্দান্ত। আমি দারুণ একটি বিশ্বকাপের জন্য সামনের দিকে তাকিয়ে আছি। এটি খুবই কঠিন। তবে সব কিছুই সম্ভব। অবশ্যই আমরা লড়াই করব। ’পর্তুগাল যদি বিশ্বকাপ জিতে নেয় তবে ফুটবলকে বিদায় বলে দেবেন রোনালদো, ‘হ্যাঁ! অবশ্যই, পর্তুগাল জিতলে অবসর নেব। শতভাগ নিশ্চিত। ’আগামী বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৯ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে রোনালদোরা।