অনলাইন ডেস্ক :
আগামী ১ জানুয়ারি থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির পর্যটন খাত পুনরুদ্ধারে নতুন করে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার তিন চতুর্থাংশের বেশি লোককে ইতোমধ্যে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। করোনার ধাক্কা সামলে দক্ষিণ এশিয়াসহ ইউরোপের দেশগুলো বিদেশি পর্যটকদের ওপর আরোপিত বিধি-নিষেধ তুলে নিচ্ছে। এই কাতারে নতুন করে যুক্ত হলো মালেয়শিয়া। মালয়েশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুতগতি এগিয়ে নিতে এমন পদক্ষেপ নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহুদ্দিন ইয়াসিনের খানের নেতৃত্বেধীন কমিটি। তিনি বলেন, করোনা পরীক্ষার মতো সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আগের মতোই থাকবে। বিদেশিদের নিজ দেশের কোভিড-১৯ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে প্রবেশাধিকার নির্ধারণ করবে কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়াজুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ অবস্থায় করোনার সংক্রমণের কারণে বন্ধ হয়ে যাওয়া সব কিছু কবে খুলে দেওয়া হবে তা জানাননি তিনি। তবে এ বিষয়ে স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগ জানাবে বলেও মন্তব্য করেন মুহুদ্দিন।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের