October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 4:09 pm

পর্যটকদের জন্য  ১ নভেম্বর থেকে খুলে দেয়া হবে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

উপদেষ্টা আরও জানান, ১ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু দিনের বেলা পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সেখানে রাতযাপন করার সুযোগও থাকছে।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে তিনি বলেন, “টার্মিনালটির উদ্বোধন প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনালের সব কাজ শেষ না হওয়া এবং বিদেশি নির্মাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক হস্তান্তর না পাওয়া পর্যন্ত এটি চালু করা সম্ভব নয়।

 

এনএনবাংলা/