অনলাইন ডেস্ক :
রাজধানীর পুরানা পল্টনে, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সাততলা গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন ১৭/২ তোপখানা রোডস্থ গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত