January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 26th, 2021, 7:33 pm

পল্টনে গফুর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

অনলাইন ডেস্ক :

রাজধানীর পুরানা পল্টনে, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সাততলা গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন ১৭/২ তোপখানা রোডস্থ গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।