November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 3:07 pm

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

 

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই সন্ত্রাসী—পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার ও টঙ্গী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪–এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী।

তিনি জানান, হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত তথ্য র‌্যাব-৪–এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে তুলে ধরবেন।

গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে মিরপুর ১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে প্রবেশ করে হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্বৃত্তরা সেখানে ঢুকে একের পর এক গুলি চালায়। তিনজনই মাথায় হেলমেট ও মুখে মুখোশ পরে ছিল—একজন পাঞ্জাবি পরিহিত, বাকি দুজনের গায়ে শার্ট ছিল। এ সময় দোকানে আরও ৯ জন উপস্থিত থাকলেও গুলির শব্দে তারা আতঙ্কে বাইরে ছুটে যায়। দুইজন মিলে কিবরিয়াকে লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি মাটিতে পড়ে গেলে আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যায়।

দোকান থেকে পালানোর সময় সন্ত্রাসীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। কিন্তু চালক দ্রুত গাড়ি না বাড়ালে তাকে লক্ষ্য করেও গুলি করা হয়। এতে চালক আরিফ হোসেন (১৮) আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা জনি ভূঁইয়া (২৫) নামে একজনকে ধরে পুলিশে দেয়।

হত্যার ঘটনায় মঙ্গলবার কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে—সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। পাশাপাশি অজ্ঞাত আরও সাত–আটজনকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পল্লবী থানা পুলিশ।

র‌্যাবের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গ্রেপ্তার হওয়া এই দুই আসামির জিজ্ঞাসাবাদ হত্যার পরিকল্পনা ও নির্দেশদাতাদের পরিচয় উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার আশায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/