September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 8:06 pm

‘পল্লী বিদ্যুতের কর্মচারীদের কাজে যোগদানের আহ্বান, অন্যথায় আইনি ব্যবস্থা’

 

আন্দোলনের নামে ইচ্ছাকৃতভাবে গণছুটিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কেউ আন্দোলন করার চেষ্টা করলে কঠোর হতে বাধ্য হবে সরকার। কোনো কর্মচারী এ ধরনের আন্দোলনে জড়িত থাকলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সঞ্চলন লাইন সচল রাখা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর প্রেক্ষিতে তদন্তের জন্য একটি ৭ সদস্যের একটি কমিটি করে দিয়েছে মন্ত্রণালয়। এই কমিটি তদন্ত করে দেখবে কীভাবে ও কারা কী কী দুর্নীতি করছেন।

উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুতের ৮০টি ষ্টেশনের মধ্যে ১২টি লাভজনক হলেও ৬৮টিই লোকসানে আছে। এছাড়া বর্তমানে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল; তার দুয়েকটি আবার চালু করা হয়েছে। বাকিগুলো দুয়েকদিনের মধ্যে সচল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সারা দেশে বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা।

এনএনবাংলা/